ধানক্ষেতে পড়ে ছিল মৃত হাতিটি

চট্টগ্রামের সাতকানিয়ায় ধান ক্ষেত থেকে একটি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2021, 08:12 AM
Updated : 6 Nov 2021, 08:12 AM

শনিবার উপজেলার সোনাকানিয়া এলাকা থেকে প্রাপ্তবয়স্ক মাদী হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

হাতিটি কী করে মারা গেল, তা নিশ্চিত হওয়া যায়নি।

বন কর্মকর্তা সফিকুল বলেন, “বয়সের কারণে স্বাভাবিক মৃত্যু, না কি হাতিটিকে হত্যা করা হয়েছে, সেটি ময়নাতদন্ত করে নিশ্চিত হতে হবে।”

বণ্য প্রাণী আইনে হাতি শিকার শাস্তিযোগ্য অপরাধ।

হাতিটি যদি হত্যাকাণ্ডের শিকার হয়, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সফিকুল।

গত এক বছরে কক্সবাজারে অন্তত দুটি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়। দুটোকেই হত্যা করা হয়েছিল। ২০২০ সালে ২২টি হাতি হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বলে পরিবেশ আন্দোলনকারীদের দাবি।  

এই সংক্রান্ত খবর