চমেকে সংঘর্ষ: ছাত্রলীগের পাল্টাপাল্টি মামলা চলছে

চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনায় আরও একটি মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2021, 12:04 PM
Updated : 3 Nov 2021, 12:04 PM

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এই মামলা করায় ওই ঘটনায় এনিয়ে তিনটি মামলা হল।

বুধবার চকবাজার থানায় মামলাটি করেন কলেজ ছাত্রলীগের এক পক্ষের নেতা ইন্টার্ন চিকিৎসক ইমন শিকদার।

চকবাজার থানার ওসি ফেরদৌস জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে।”

মামলার আসামিদের সবাই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

এ মামলায় কেউ এখনও গ্রেপ্তার হয়নি বলে জানান ওসি।

গত শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারি বাঁধে।

এর জের ধরে পরদিন কলেজের ফটকের কাছে নওফেলের অনুসারী মাহাদি জে আকিবের উপর হামলা হয়। গুরুতর আহত মাহাদি হাসপাতালে রয়েছেন এখনও, তার মাথায় অস্ত্রোপচার হয়েছে।

মাহাদির উপর হামলার ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেন নওফেল অনুসারী ইন্টার্ন চিকিৎসক তৌফিকুর রহমান। তাতে প্রতিপক্ষের ১৬ জনকে আসামি করা হয়।

এরপর গত সোমবার চকবাজার থানায় পাল্টা মামলা করেন নাছিরের অনুসারী মাহমুদুল হাসান। তাতে শুক্রবার রাতে ছাত্রাবাসে তাদের উপর হামলা ও কক্ষ ভাঙচুরের অভিযোগ আনা হয়। আসামি করা হয় ২৬ জনকে।

এদিকে সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।