এবার চট্টগ্রামের সীতাকুণ্ডে মন্দিরে ভাঙচুর

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মন্দিরে ভাঙচুর চালানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2021, 01:42 PM
Updated : 24 Oct 2021, 01:42 PM

শনিবার গভীর রাতে কুমিরার উত্তর মছজিদ্দা মগপুকুর দক্ষিণ পাড় মহাশ্মসান মগদ্বেশ্বরী ও শিতলা মন্দিরে এ ঘটনা ঘটে।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্দিরের দান বাক্স ভেঙে চুরির চেষ্টা হয়। পাশে ‘বট গাছের’ নিচে রাখা ঘট ভেঙে দেওয়া হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্দির কমিটির সভাপতি ও পূজারী হিমাংশু বিমল নাথ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বট ও অশ্বত্থ গাছ ঘিরে জগন্নাথ, মগেদ্বশ্বরী ও শীতলা মন্দির। প্রায় ৩০ বছর আগে পাশাপাশি মন্দিরগুলো করা হয়েছে। সেখানে প্রতিবছর তিনটি করে উৎসবের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শনিবার রাতের আঁধারে দুর্বৃত্তরা মগেদ্বশ্বরী মন্দিরের গেইট ভাঙার চেষ্টা করে। না পেরে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বাঁশ দিয়ে ঘট উল্টে দেয়। পাশাপাশি শীতলা মন্দিরের ঘট ভেঙে দিয়ে কাপড়গুলো ছিঁড়ে দেয়।

গত ১৩ অক্টোবর কুমিল্লার একটি পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগ হয়। এরপর আরও কয়েকটি জেলায়ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়।