চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজডুবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে স্ক্র্যাপবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2021, 01:22 PM
Updated : 7 Oct 2021, 01:40 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন ‘এমভি টিটু-৭’ নামের লাইটারেজটি পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে বঙ্গোপসাগরে ডুবে যায় বলে বন্দর কর্মকর্তারা জানান।

ছোট এই জাহাজটি ডুবে যাওয়ায় বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।

তিনি বলেন, “এটি বন্দর চ্যানেলে ডোবেনি। সেকারণে কোনো সমস্যা হচ্ছে না। তবে ডুবে যাওয়া জাহাজের স্থান মার্কিং করে রাখা হয়েছে।”

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানান, জাহাজটি আউটারে অবস্থানরত বড় জাহাজ থেকে স্ক্র্যাপ ভর্তি করে সদরঘাটের বাংলাবাজারের দিকে আসছিল। পতেঙ্গা সৈকতের অদূরে সাগরে নোঙর ফেলার সময় অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এটির তলা ফেটে যায়।

আশেপাশে থাকা বোটের সহায়তায জাহাজটিতে থাকা ১৩ নাবিককে উদ্ধার করা হয়েছে বলেও জানান নবী আলম।