চট্টগ্রামে শুরু হচ্ছে শেখ রাসেল স্কুল ফুটবল টুর্নামেন্ট

চট্টগ্রামে শুরু হচ্ছে ‘শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্ণামেন্ট’। চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী বুধবার থেকে শুরু হতে যাওয়া এ টুর্ণামেন্টে নগরীর ৩২টি স্কুল অংশ নিচ্ছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2021, 01:38 PM
Updated : 4 Oct 2021, 01:38 PM

সোমবার চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা কার্যালয়ে টুর্ণামেন্টের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান ও নগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) এসএম মেহেদী হাসান জানান, জাতির জনকের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।

বুধবার বেলা ৩টায় দামপাড়া পুলিশ লাইন মাঠে টুর্ণামেন্ট উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ও মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সালেহ মো. তানভীর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নগরীর ৩২টি স্কুল এ টুর্নামেন্টে অংশ নেবে। উদ্বোধনী খেলায় অংশ নেবে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল পাবলিক স্কুল।

অংশগ্রহণকারী ৩২টি স্কুল আটটি গ্রুপে ভাগ হয়ে টুর্ণামেন্টে অংশ নেবে। এর মধ্যে প্রতি গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্রতি গ্রুপের দুইটি করে ১৬টি দল প্রি কোয়ার্টার ফাইনালে অংশ নেবে।

আগামী ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এসএম তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক ইবায়দুর রহমান লুলু উপস্থিত ছিলেন।