চবি ক্যাম্পাস থেকে হরিণের মাংস উদ্ধার

করোনাভাইরাস মহামারীর মধ্যে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আনুমানিক ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2021, 01:31 PM
Updated : 30 Sept 2021, 01:31 PM

বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের ‘কলা ঝুপড়ি’ এলাকা থেকে কয়েকটি পলিথিনে মোড়ানো হরিণের মাংস উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে এক ব্যক্তি সবজির সাথে করে মাংস পাহাড়ের দিক থেকে নিয়ে আসছিল। শিক্ষার্থীদের সন্দেহ হলে সে ঝুড়ি রেখে দৌড়ে পাহাড়ে পালিয়ে যায়।”

পরে শিক্ষার্থীরা সবজির ঝুড়ির ভেতরে মাংস দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।

প্রক্টর বলেন, “প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে মাংসগুলো উদ্ধার করেন। যতটুকু জানা গেছে, সেগুলো হরিণের মাংস। তা চট্টগ্রাম বন বিভাগের নিকট হস্তান্তর করা হবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশের পাহাড়গুলোতে কখনও কখনও মায়া হরিণের বিচরণ দেখা যায়।