পাহাড় কেটে প্লট: ১০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় পাহাড় কাটায় ১০ প্লট মালিকের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2021, 05:03 PM
Updated : 29 Sept 2021, 05:03 PM

বুধবার নগরীর বায়েজিদ বোস্তামি থানায় মামলাটি করেন অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের রসায়নবিদ ছানোয়ার হোসেন।

অভিযুক্তরা হলেন- খোরশেদ আলম, খালেদ মাহমুদ, মো. শোয়েব, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, মনির উদ্দিন, মো. মনসুর, আমীর হোসেন, নুরুচ্ছাবাহ ও মো. ওয়াহিদুল্লাহ।

অধিদপ্তরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক জানান, সোমবার অধিদপ্তরের একটি দল নগরের নাসিরাবাদ মৌজার নাগিন পাহাড়ের গ্রিনভ্যালি হাউজিং এলাকা পরিদর্শন করে ১০ প্লট মালিকের বিরুদ্ধে পাহাড় কাটার প্রমাণ পায়।

তিনি জানান, তাদের বুধবার অধিদপ্তরে শুনানিতে হাজির হতে নোটিশ দেওয়া হয়। শুনানিতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা করা হয়।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর একই এলাকায় নাগিন পাহাড় কাটার অভিযোগে ১৬ জনকে ৩২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।

এসব ব্যক্তি পাহাড় কেটে বসতিসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছিল।