করোনাভাইরাসে গণফোরাম নেতা জানে আলমের মৃত্যু

গণফোরাম নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জানে আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2021, 07:10 PM
Updated : 28 Sept 2021, 07:10 PM

মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জানে আলমের ছোটভাই মাজহারুল আলম তিতুমির।

জানে আলমের বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

মাজহারুল আলম জানান, তার বড়ভাই দেড় সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে সাতদিন আগে তাকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

চট্টগ্রামের প্রগতিশীল আন্দোলনে সক্রিয় জানে আলম রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনে যুক্ত ছিলেন।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক কর্মকর্তা জানে আলম গণফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদকের পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি বাংলাদেশ ওয়েল অ্যান্ড গ্যাস ওর্য়াকার্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক।

এছাড়া চট্টগ্রাম বন্দরকে এসএসএকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রামসহ সারাদেশে গড়ে ওঠা আন্দোলনে যুক্ত ছিলেন তিনি।

অ্যাডভোকেট জানে আলমের পরিবারের পক্ষ জানানো হয়েছে, বুধবার বাদ জোহর নগরীর পতেঙ্গা মাইজপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হবে।