ফৌজদারহাটে কন্টেইনারবাহী ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রামের ফৌজদারহাটে কন্টেইনারবাহী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2021, 08:48 AM
Updated : 28 Sept 2021, 08:48 AM

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফৌজদারহাট রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।

তবে সেখানে ডাবল লাইন থাকায় চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের সাথে ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না বলে পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঢাকা থেকে চট্টগ্রামের দিকে আসা খালি কন্টেইনারবাহী ট্রেনটি ফৌজদারহাট স্টেশনের কাছে চার নম্বর লেইনে পৌঁছালে দুটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন ডেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “একটি লাইন বন্ধ থাকলেও অপর লাইন দিয়ে ট্রেন যাওয়া-আসা করছে।”