চট্টগ্রামে একটি নির্মাণাধীন ভবন থেকে মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
Published : 27 Sep 2021, 12:06 PM
সোমবার ভোরে খুলশী থানার জালালাবাদ জমির হাউজিং এলাকার একটি ভবন থেকে নিজাম পাশা নামের ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিজাম পাশাকে খুন করে লাশটি ময়লা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।
“নিজাম ওই ভবনের মালিক। প্রতি সপ্তাহে তিনি ভবনের কাজ দেখতে এবং শ্রমিকদের বেতন পরিশোধ করতে সেখানে যেতেন। রোববারও গিয়েছিলেন।”
ভবনের তত্ত্বাবধায়ক পলাতক জানিয়ে পরিদর্শক আফতাব বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে তত্ত্বাবধায়কের থাকার ঘরে নিজামকে খুন করে লাশ বাইরে এনে আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল।”
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক আফতাব।