বিএনপি ‘খালি কলসীর’ মতো: তথ্যমন্ত্রী

‘খালি কলসী’র মতো বিএনপিও ‘বেশি বাজে’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2021, 04:19 PM
Updated : 26 Sept 2021, 04:19 PM

হাছান মাহমুদ। ফাইল ছবি

রোববার সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, “বিএনপির প্রতিদিনের বাগাড়ম্বর শুনতে শুনতে জনগণের কান ঝালাপালা হয়ে গেছে। খালি কলসি যেমন বাজে বেশি, বিএনপিও ঠিক সেরকম বেশি বাজে।

“মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাজে, কদিন বিরতি দিয়ে এখন রিজভী সাহেব বাজে, গয়েশ্বর বাবু তালে-বেতালে বাজে। এনিয়ে জনগণের মধ্যে হাস্য রসের সৃষ্টি হয়েছে।”

বিএনপির আন্দোলনের হুমকির জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “২০১৮ সালের আগেও তারা ডান, বাম, অতি বাম সবাইকে নিয়ে ঐক্য করেছিলেন, সেই ঐক্যের শক্তি হাওয়ায় মিলিয়ে গেছে। দেখা গেছে বিএনপি যাদের নিয়ে ঐক্য করেন তাদের মধ্যে প্রচণ্ড অনৈক্য।

“এখনও তারা যে ঐক্যের কথা বলছেন, এই ঐক্য আগে যেমন করেছিলেন, হয়ত সেরকমই একটা কাগুজে ঐক্য করলেও করতে পারেন।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশস্তি গেয়ে তথ্যমন্ত্রী বলেন, “সমগ্র বিশ্ব নেতৃবৃন্দ আজ শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ, জাতিসংঘ প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করেছে। আর বিএনপি নেতৃবৃন্দ বলছেন, ভিন্ন কথা। কারণ তারা আওয়ামী লীগের সাফল্য, শেখ হাসিনার সাফল্য দেখেও দেখেন না। তারা শুনেও শোনেন না, বুঝেও বোঝেন না, দেখেও দেখেন না।”

আওয়ামী লীগকে ‘তৃণমূলের সংগঠন’ আখ্যায়িত করেই তিনি বলেন, তবে ক্ষমতায় থাকার কারণে কোনো কোনো জায়গায় অনেকের মধ্যে ‘আলস্য’ এসেছে। এই ‘আলস্য’ ঝেড়ে ফেলতে হবে।

দুবছর পর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান হাছান মাহমুদ।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় এই সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জহির আহমদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, পৌর মেয়র শাহজাহান সিকদার, কামরুল ইসলাম চৌধুরী, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিছ আজগর, মুহাম্মদ আলী শাহ।