চবির ৩৬০ কোটি টাকার বাজেট, গবেষণায় ১.৫২%

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ অর্থবছরের জন্য ৩৬০ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সিনেট, যার বড় অংশই ব্যয় হবে বেতন ও পেনশনে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2021, 04:34 PM
Updated : 25 Sept 2021, 04:34 PM

বাজেটে কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের জন্য বরাদ্দ ধরা হয়েছে ২৩০ কোটি ৮৫ লাখ টাকা, যা মোট বাজেটের ৬৩ দশমিক ৯৭ শতাংশ। তাদের পেনশনের জন্য থাকছে ৫৫ কোটি ৩ লাখ, যা মোট বাজেটের ১৫ দশমিক ২৫ শতাংশ।

এছাড়া গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫ কোটি ৫০ লাখ টাকা, যা মোট বাজেটের ১ দশমিক ৫২ শতাংশ।

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের দাবি এবারের বাজেটে গবেষণা খাতে গত বছরের চেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট অধিবেশনে তিনি বলেন, “আন্তর্জাতিক র‌্যাংকিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য গবেষণা মান ও পরিধি বাড়ানোর জন্য ব্যাপক পরিকল্পনাও প্রণয়ণ করা হচ্ছে।”

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. এ আর মল্লিক প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ৩৩তম সিনেট সভায় বাজেট উপস্থাপনের পর তা অনুমোদন করা হয়।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বাজেট উপস্থাপন করেন।

গত অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের ৩৫১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট পাস করা হয়। পরে সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৩৪৭ কোটি ৪৯ লাখ টাকা।

শনিবার সিনেট সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান ও নজরুল ইসলাম চৌধুরীসহ অন্যান্য সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং বিভিন্ন অনুষদের ডিন।