চট্টগ্রামে নির্মাণ সামগ্রী ‘চুরি চক্রের’ ৩ নারী গ্রেপ্তার

‘ইট ভাঙ্গা শ্রমিক’ পরিচয়ে ভবনে ঢুকে নগরীর বিভিন্ন এলাকা থেকে নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে একটি ‘চক্রের’ তিন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2021, 10:36 AM
Updated : 23 Sept 2021, 10:36 AM

এরা হলেন- শামছুন নাহার বেগম (৪০), হোসনে আরা বেগম (৩৮) এবং রোকসানা বেগম ওরফে আফসানা (৪০)।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার তাদের গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গ্রেপ্তার নারীরা একটি চক্রের সদস্য। তারা বোরকা পড়ে নগরীর বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনের আশেপাশে ঘুরে বেড়ায় এবং সুযোগ বুঝে ঢুকে পড়ে।

“কেউ তাদের ভবনে প্রবেশের কারণ জানতে চাইলে তারা নিজেদের ইট ভাঙ্গার শ্রমিক হিসেবে পরিচয় দেয়। আর ভবনে প্রবেশ করেই বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী চুরি করে সটকে পড়ে।”

ওসি জানান, গত মঙ্গলবার বায়েজিদ থানা এলাকার রৌফাবাদ কলোনিতে নির্মাণাধীন একটি ভবনে নির্মাণ সামগ্রী চুরির একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় পরে থানায় একটি মামলা হয়।

ভবনটির সিসি ক্যামেরার ভিডিওতে সকাল ৭টার দিকে ৭ জন নারীকে সেখানকার স্টোর রুমে ঢুকতে এবং বের হয়ে আসতে দেখা যায়। ওই ভিডিও দেখে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ।

টানা অভিযান চালিয়ে এ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিনজন বলেছেন, আরও বেশ কয়েকটি জায়গায় একইভাবে তারা চুরি করেছেন।”