চট্টগ্রামে হোটেল সাফিনার রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড

চট্টগ্রামে হোটেল সাফিনার ছাদের রেস্তোরাঁয় গভীর রাতে অগ্নিকাণ্ড ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2021, 06:50 AM
Updated : 22 Sept 2021, 08:26 AM

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ জানান, মঙ্গলবার রাত ২টার দিকে নগরীর আমতলা মোড়ে ওই হোটেলে আগুন লাগার খবর পান তারা।

আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ৩টার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

তবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্তের আগে কোনো মন্তব্য করতে রাজি হননি ডিএডি ফরিদ।

হোটেল সাফিনার ব্যবস্থাপনা পরিচালক মো. শিহাব সাগির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টায় তাদের রুফ টপ রেস্তোরাঁ বন্ধ করা হয়েছিল। পরে রাতে দেড়টার দিকে সেখানে আগুন দেখা যায়। 

“আগুনে রেস্তোরাঁর বসার জায়গায় আসবাবপত্রগুলো পুড়ে গেছে। তাছাড়া অন্যান্য সাজসজ্জার ক্ষতি হয়েছে। আমাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যা পরে ছড়িয়ে যায়।”

ছাদের রেস্তোরাঁর ক্ষতি হলেও এ অগ্নিকাণ্ডে আবাসিক হোটেলের কোনো ক্ষতি হয়নি বলে জানান শিহাব।