চট্টগ্রাম লেক সিটিতে প্লট বরাদ্দে অনিয়মে ব্যবস্থা: সিটি মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশেনের লেক সিটি হাউজিং সোসাইটির প্লট বরাদ্দে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2021, 03:35 PM
Updated : 21 Sept 2021, 03:35 PM

সোমবার নগরীর টাইগারপাসে অস্থায়ী নগর ভবনে এ আবাসন সোসাইটির কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন,  "লেক সিটি হাউজিং  সোসাইটিতে  সদস্য  ছাড়া করপোরেশনের কোনো কর্মকর্তা  ও  বাইরের  কেউ  অনিয়মতান্ত্রিক  বা দুনীর্তির মাধ্যমে প্লট পেয়েছেন কিনা তা তদন্ত করে বের করার পর ব্যবস্থা নেওয়া  হবে।  

"১৬ বছর আগে করপোরেশন লেক সিটিতে প্লট বরাদ্দের উদ্যোগ নেয়। টাকা জমা দেওয়া গ্রাহকদের মধ্যে প্লট বুঝে পেয়েছেন ৪৪৮ জন। ৯৮ জন এখনও প্লট বুঝে পাননি।"

ওই আবাসন প্রকল্পে প্রতিজনকে আড়াই কাঠা করে ৫৪৬ জনকে প্লট বরাদ্দ দেওয়া হয়। সব প্লট গ্রহীতা টাকা জমা দিলেও ৯৮ জন প্লট বুঝে পাননি এখনও বলে আগে খবর প্রকাশিত হয়।

পাহাড়া কেটে ওই আবাসন প্রকল্প করা হয় সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর মেয়াদে।

মেয়র রেজাউল বলেন, "নিয়মানুযায়ী সবারই প্লট পাওয়ার কথা। যেহেতু সবাই টাকা জমা দিয়েছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকে টাকা জমা দিয়েও প্লট পাননি।

“আবার এর মধ্যে করপোরেশনের অনেক সাবেক ও বর্তমান কর্মকর্তাও প্লট বরাদ্দ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তা হলে সব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়াই সমচীন হবে।"

এসময় সিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত ভূ-সম্পত্তি কর্মকর্তা জসীম উদ্দিন, লেক সিটি হাউজিং সোসাইটির সভাপতি একেএম মুজিবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো.   আফাজউল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।