ভুয়া জাতীয়তা সনদপত্র, চট্টগ্রামে দোকানি গ্রেপ্তার

ভুয়া জাতীয়তা সনদপত্র তৈরির অভিযোগে চট্টগ্রামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2021, 12:32 PM
Updated : 21 Sept 2021, 12:32 PM

গ্রেপ্তার জিয়া উদ্দিন (৩২)বায়েজিদ থানার জালালাবাদ আবাসিক এলাকার বিপরীতে বখতেয়ার ট্রেডার্স নামে একটি দোকান চালান।

মঙ্গলবার দুপুরে জালালাবাদ আবাসিক এলাকা থেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কর্মীরা।

২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর সাহেদ ইকবাল বাবুর ব্যক্তিগত সচিব সাজ্জাদ হোসাইন জানান, সকালে কাউন্সিলরের স্বাক্ষরযুক্ত প্যাডের একটি পাতা নিয়ে ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে এসে তাতে জাতীয়তা সনদ লিখে দিতে বলেন। সেটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে জানতে চাইলে ওই ব্যক্তি বখতেয়ার ট্রেডার্স দেখিয়ে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই দোকানি আরেকজনের ‘জাতীয়তা সনদ স্ক্যান করে নাম-ঠিকানা মুছে’ ফাঁকা সনদটি বিক্রি করেন।

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দোকান থেকে কম্পিউটারটি জব্দ করে দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কাউন্সিলরের ব্যক্তিগত সচিব বাদি হয়ে দণ্ডবিধির ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারায় মামলা করেছেন।