চট্টগ্রামে মাদ্রাসাছাত্রীকে ‘অপহরণ’, ৪ যুবক আটক

চট্টগ্রামে এক মাদ্রাসাছাত্রীকে ‘অপহরণ’ করে অটোরিকশা করে নিয়ে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে ধরা পড়েছে চার যুবক।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2021, 12:03 PM
Updated : 21 Sept 2021, 12:03 PM

সোমবার রাত আড়াইটার দিকে খুলশী থানার আমবাগান এলাকার এক চেকপোস্টে ওই চারজনকে গ্রেপ্তার করা হয় বলে বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান জানান।

গ্রেপ্তার চারজন হলেন- মো. আরিফ (১৮), মো. ইমরান হাসান (১৮), মো. হেলাল (১৯) ও সাহাব উদ্দিন (১৮)। তাদের সবার বাসা বায়েজিদ বোস্তামি এলাকায়। তাদের বিরুদ্ধে অপহরণের একটি মামলা করেছেন ওই মাদ্রাসা ছাত্রীর বাবা।

মামলায় অভিযোগে বলা হয়, প্রতিবেশী আরিফ বেশ কিছুদিন ধরে মেয়েটিকে ‘উত্ত্যক্ত’ করে আসছিল। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে অভিযোগ করা হলে আরিফ তাদের ওপর ক্ষুব্ধ হয়।

মেয়েটির বাবা মামলার এজাহারে লিখেছেন, সোমবার রাত ১টার দিকে কেউ ঘরের দরজা খোলার চেষ্টা করছে শুনে ঘুম থেকে জেগে ওঠেন তিনি। এরপর দরজা খুলে তিনি কয়েকজন যুবককে পালাতে দেখেন। পরে আবারও ঘুমিয়ে পড়লে রাত আড়াইটার দিকে এক প্রতিবেশী ঘুম থেকে তুলে জানায়, তার মেয়ে খুলশী থানায়।

পরে খুলশী থানায় গিয়ে মেয়ের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, আরিফ ও ইমরান ঘরে ঢুকে মুখ চেপে ধরে তাকে বের করে নিয়ে যায়। অপর দুইজন ঘরের বাইরে অটোরিকশা নিয়ে দাঁড়িয়ে ছিল।

গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে বায়েজিদ থানার ওসি জানিয়েছেন।