তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি বিএনপির

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে এর অধীনেই নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2021, 02:46 PM
Updated : 19 Sept 2021, 02:46 PM

রোববার চাঁন্দগাও থানা বিএনপির মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, “নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না এবং নির্বাচন কমিশন গঠন করতে দেওয়া যাবে না। নির্বাচন কমিশন গঠন করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে‌।

চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, “অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।

“রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছ ব্যবহার করতে গিয়েই তাদের আজ এ অবস্থা।”

সভায় বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও নগর বিএনপির এরশাদ উল্লাহ।

চাঁন্দগাও থানা বিএনপির সভাপতি মো. আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন খানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন নগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন আহবায়ক এম এ আজিজ, যুগ্ম আহবায়ক এসএম সাইফুল আলম, শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, ইস্কান্দার মির্জা, আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু প্রমুখ।