এক দিনেও সন্ধান মেলেনি কর্ণফুলীতে নিখোঁজ কিশোরের

কর্ণফুলী নদীতে দল বেঁধে সাঁতার কাটতে নেমে নিখোঁজের একদিন পরও সন্ধান মেলেনি স্কুল পড়ুয়া কিশোরের।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2021, 01:08 PM
Updated : 18 Sept 2021, 01:08 PM

শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৩ বছর বয়সী মো. রাহাতের খোঁজে অনুসন্ধান চালায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার দুপুর সোয়া ৩টার দিকে সঙ্গীদের নিয়ে সাঁতার কাটার সময় নদীর আনু মাঝির ঘাট এলাকায় সে ভাটার টানে তলিয়ে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।

নগরীর সদরঘাট থানার কামাল গেট এলাকার কামাল হোসেনের ছেলে রাহাত স্থানীয় সদরঘাট সরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের লিডার এবং অভিযানের নেতৃত্বে থাকা বিপ্লব কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আনু মাঝির ঘাট এলাকায় নদীতে মোট ৮জন শিশু-কিশোর সাঁতার কাটতে নেমেছিল।

“সেখান থেকে ৭ জন উঠে আসলেও সেসময় ভাটার টান থাকায় রাহাত উঠতে পারেনি। সে ঘাটের পল্টুনে ঢুকে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।”

তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৪ জন ডুবুরি শুক্রবার বিকেল থেকে কর্ণফুলী নদীতে রাহাতের সন্ধান করতে থাকে। শনিবারও দিনভর অভিযান চালায় তারা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, “অন্ধকার হয়ে যাওয়ায় শনিবার রাতে আর অনুসন্ধান চালানো সম্ভব হচ্ছে না। রোববার সকাল থেকে আবার শিশুটির সন্ধানে অভিযান চলবে।”