লেবাননে শান্তিরক্ষা মিশনে গেল নৌবাহিনীর ৭৫ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল লেবানন গেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2021, 03:35 PM
Updated : 15 Sept 2021, 03:35 PM

বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে  নৌবাহিনীর দলটি দেশ ছাড়ে।

এসব নৌ সেনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন- ইউনিফিল এ অংশ নেবেন বলে বাহিনী থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই দলটি বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১২) এর আওতায় লেবাননে মোতায়েন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম‘ এ যোগ দেবে।

শাহ আমানত বিমানবন্দরে লেবাননগামী নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক।

এর আগে গত ৮ সেপ্টেম্বর ৩৫ নৌ সদস্যের আরেকটি দল লেবানন গিয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। বর্তমানে নিয়োজিত যুদ্ধজাহাজ ‘সংগ্রাম‘ লেবাননের ভূ-খণ্ডে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ অনুপ্রবেশ প্রতিহত করতে কাজ করে চলেছে।

পাশাপাশি ওই জাহাজ লেবাননের জলসীমায় মেরিটাইম ইন্টারডিকশন অপারেশন পরিচালনা, সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের উপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজে উদ্ধার তৎপরতা এবং লেবাননের নৌবাহিনী সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কাজ করে যাচ্ছে।