বাঁশখালীর খুনের মামলায় এক পরিবারের ৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে পা বিচ্ছিন্ন করে সাবেক ইউপি সদস্যকে খুনের ঘটনায় এক পরিবারের তিনজনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2021, 02:02 PM
Updated : 12 Sept 2021, 02:02 PM

হত্যাকাণ্ডের প্রায় ছয় মাস পর শনিবার বরিশাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- আব্দুল কাদের (৫০), তার ছেলে মো. রিদুয়ান (২৪), স্ত্রী হাছিনা বেগম (৪৫) এবং তৌহিদুল ইসলাম (২৪)।

গত ১৯ মার্চ গভীর রাতে সাবেক ইউপি সদস্য আবুল বাশারকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে খুন করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক এনায়েত কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর কাদের স্ত্রী-সন্তানদের নিয়ে পালিয়ে যান। পরে তারা বরিশালে গিয়ে আশ্রয় নেন। সেখানে কাদেরের ছেলে রিদুয়ান রাজমিস্ত্রির কাজ নেন।

পিবিআই মামলার তদন্ত শুরুর পর তাদের খোঁজ করছিল। শনিবার রাতে বরিশাল নগরীর কাওনীয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পরিদর্শক এনায়েত কবির।

গত ১৯ মার্চ রাতে বাঁশাখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ছাপাছরি গ্রামে পূর্ব শত্রুতার জেরে আবুল বাশারকে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরে হত্যাকারীরা তার বিচ্ছিন্ন হওয়া বাম পা নিয়ে ‘উল্লাস’ করতে করতে চলে যায়। পরদিন একটি বিল থেকে বাশারের বাম পাটি উদ্ধার করা হয়। 

রাতে বাশারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন বাঁশখালী থানায়।

পিবিআই পরিদর্শক এনায়েত কবীর জানান, বাদীর আবেদনে পিবিআই মামলটি তদন্তের দায়িত্ব পায়।

এর আগে বাঁশখালী থানা পুলিশ এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে। সব মিলিয়ে এখন মোট নয়জন গ্রেপ্তার হয়েছে এ মামলায়।  

এদিকে শনিবার বরিশাল থেকে গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের জন্য হেফাজতে চা্ইছে পিবিআই।

আদালত তাদের কারাগারে পাঠিয়ে আগামী ১৫ সেপ্টেম্বর ওই আবেদনের শুনানির দিন রেখেছে বলে জানান তদন্ত কর্মকর্তা এনায়েত কবীর।