শিক্ষা প্রকৌশলের ভবন নির্মাণে পাহাড় কাটায় পরিবেশের মামলা

চট্টগ্রাম মহানগরীর খুলশীতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন নির্মাণের জন্য পাহাড় কাটার অভিযোগে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2021, 06:00 PM
Updated : 10 Sept 2021, 06:00 PM

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিদর্শক মুনীর হোসেন শুক্রবার সন্ধ্যায় খুলশী থানায় মামলা করার পর পাহাড় কাটার অভিযোগে দুই শ্রমিককে গ্রেপ্তারও করা হয়েছে।

অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক জানান, বিকালে খুলশী থানাধীন জাকির হোসেন রোডে সরকারি মহিলা কলেজের পাশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পাঁচতলা ভবনের পাহাড় কাটতে দেখেন তারা।

পরে ঠিকাদার কোম্পানি মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্সের মালিক মহসিন হায়দার ও উপ ঠিকাদার মো. শফিক এবং দুই শ্রমিক মোহাম্মদ রাসেল ও আখতার হোসেনকে আসামি করে খুলশী থানায় মামলা করা হয়।

থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, মামলা হওয়ার পর তারা দুই শ্রমিককে তারা গ্রেপ্তার করেছেন। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।