ঝুমন দাশের মুক্তির দাবি উদীচীর

সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক নিপীড়নের শিকার, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারর ঝুমন দাসের মুক্তির দাবিতে চট্টগ্রামে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2021, 04:24 PM
Updated : 8 Sept 2021, 04:24 PM

বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচিতে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক মাহবুবুর রহমান চৌধুরী বলেন, সাম্প্রদায়িক নিপীড়ন রাষ্ট্রের অসুস্থতার প্রমাণ।

ফেইসবুকে হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে ‘আপত্তিকর পোস্ট’ দিয়েছেন- এমন অভিযোগ তুলে গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা চালানো হয়।

তখন ঝুমন দাশের বিরুদ্ধে শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সেই মামলায় এখনও বন্দি এই যুবক।

চট্টগ্রাম উদীচীর আহ্বায়ক মাহবুবুর বলেন, “শুধু সুনামগঞ্জ নয় নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া, রংপুরেও একই ঘটনা ঘটেছে। লুটতরাজ হয়েছে। রাষ্ট্রীয় অসঙ্গতি তুলে ধরা উদীচীর দায়িত্ব। আমাদের অস্ত্র গান, আবৃত্তি ও সত্য উচ্চারণ। আমরা সুস্থ সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ চাই। অবিলম্বে ঝুমন দাসের মুক্তি চাই।”

সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন বলেন, “যারা প্রকৃত অপরাধী তাদের শাস্তি দেওয়া প্রয়োজন। হামলাকারীরা মুক্তি পেয়ে গেছে, অথচ ঝুমন দাশ জেল খাটছে! এ ধরণের ঘটনা ঘটতে পারে না।”

উদীচী চট্টগ্রাম জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক অসীম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন খেলাঘর উত্তর জেলার সাধারণ সম্পাদক আবুল কাশেম, খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মোরশেদুল আলম চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমন্ডলীর সদস্য নাট্যজন সুচরিত দাশ খোকন, নাট্যকর্মী ও উন্নয়ন কর্মী বাপ্পা চৌধুরী ও  বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সুনীল ধর।

উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক কমিটির সদস্য আলোকময় তলাপত্র, খেলাঘর সংগঠক বন বিহারী চক্রবর্তী, সাংবাদিক প্রীতম দাশ, জয়শ্রী মজুমদার, সীমা দাশ, অপর্ণা চৌধুরী, জয়তী ঘোষ, শিলু ভট্টাচার্য্য।

উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীদের গাওয়া ‘মানুষেরই গান গায়, জীবনেরই গান গাই’ গানের মধ্য দিয়ে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ শুরু হয়। সমাবেশের বিভিন্ন পর্যায়ে উদীচীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি পরিবেশন করেন শিল্পী অনুপম বড়ুয়া পারু, সুভাগত বড়ুয়া ও ঈশা দে। সঙ্গীত পরিবেশন করেন সৃজামি সাংস্কৃতিক অঙ্গনের দল প্রধান সুজিত চক্রবর্তী।