ভাসানচর থেকে পালিয়ে সীতাকুণ্ডে গ্রেপ্তার ১৯ রোহিঙ্গা

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে সীতাকুণ্ডে আসা ১৯ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2021, 10:56 AM
Updated : 8 Sept 2021, 10:56 AM

বুধবার উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের উত্তর ছলিমপুর এলাকার সাগর পাড় থেকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়।

আটক রোহিঙ্গাদের মধ্যে আট জন পুরুষ, চার জন নারী ও সাতজন শিশু রয়েছে।

সীতাকুণ্ড থানার ভাটিয়ারি পুলিশ ফাঁড়ির এএসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই রোহিঙ্গারা ইঞ্জিনচালিত নৌকায় করে সাগরপথে ভাসানচর থেকে সীতাকুণ্ডে আসে।

স্থানীয়রা তাদের দেখে একজন জনপ্রতিনিধির মাধ্যমে পুলিশে খবর দেয়। তখন পুলিশ গিয়ে তাদের আটক করে।

আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান এএসআই জহির।

বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা মিয়ানমারের রোহিঙ্গাদের একটি অংশকে ভাসানচরে রাখার জন্য সরকারের নিজস্ব অর্থায়নে দুই হাজার ৩১২ কোটি টাকা ব্যয়ে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে।

গত বছরের ডিসেম্বর থেকে টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে কয়েক দফায় কয়েক হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। সব মিলিয়ে এক লাখ রোহিঙ্গাকে সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।

ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে বিভিন্ন সময়ে রোহিঙ্গারা পালিয়ে টেকনাফে চলে যাওয়ার চেষ্টা করছে। তাদের অনেকে বিভিন্ন সময়ে পুলিশের হাতে আটকও হয়েছে।