চট্টগ্রামে পাসপোর্টসহ গ্রেপ্তার: রোহিঙ্গাদের জন্য বানানো সন্দেহ পুলিশের

চট্টগ্রামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে পাওয়া তিনটি পাসপোর্ট ভুয়া তথ্যে ‘রোহিঙ্গাদের জন্য তৈরি’ করা হয়েছে বলে পুলিশের সন্দেহ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2021, 01:50 PM
Updated : 7 Sept 2021, 01:50 PM

মঙ্গলবার কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকা থেকে মোহাম্মদ হোসাইন (৩৫) নামে এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের এই বাসিন্দা ২০১৭ সালে ইস্যু হওয়া পাসপোর্টগুলো নিয়ে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করেছিলেন বলে পুলিশ জানায়।

কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জব্দ করা পাসপোর্টগুলোতে উল্লেখ করা ঠিকানায় আমরা খোঁজ নিয়ে ওই নামে কাউকে পাইনি। ভুয়া ঠিকানা ব্যবহার করে সেগুলো তৈরি করা।

“আমরা সন্দেহ করছি ভুয়া তথ্য ব্যবহার করে রোহিঙ্গাদের জন্য পাসপোর্টগুলো তৈরি করা হয়ে থাকতে পারে।”

জব্দ করা পাসপোর্টগুলোর মধ্যে দুটি পুরুষের এবং একটি নারীর নামে ইস্যু করা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এরমধ্যে দুই পুরুষের ঠিকানা ব্যবহার করা হয়েছে চট্টগ্রামের আনোয়ারার। আর নারীর ঠিকানা উল্লেখ আছে নোয়াখালীর সেনবাগ উপজেলা।

এদিকে হোসাইনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে আবেদন করা হবে বলে ওসি তিনি।