ট্রাকের মধ্যে পরিবহন শ্রমিকের লাশ

চট্টগ্রামে লোহা তৈরির কাঁচামালবোঝাই একটি ট্রাক থেকে এক পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2021, 02:46 PM
Updated : 6 Sept 2021, 02:46 PM

ট্রাকের মালামাল লুটের চেষ্টায় বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।

প্রতীকী ছবি

সোমবার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাক্কা রাস্তার মাথা থেকে সোনাইছড়ি এলাকার মধ্যে ডাকাতের কবলে পড়েছিলেন বলে ওই ট্রাকচালক পুলিশকে জানিয়েছেন।

নিহত শ্রমিকের নাম আবুল হাশেম (১৯), তার বাড়ি নোয়খালীর বেগমগঞ্জ উপজেলায়।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাকটি নগরীর সদরঘাট থেকে পিগ আয়রন (লোহা তৈরির কাঁচামাল) নিয়ে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় আবুল খায়ের স্টিল মিলে গিয়েছিল।

“মালামাল নামানোর সময় সেখানে শ্রমিক হাশেমের লাশ দেখতে পেয়ে সীতাকুণ্ড থানায় খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।”

ট্রাকচালকের উদ্ধৃতি দিয়ে ওসি আবুল কালাম জানান, রাত সাড়ে ৩টার দিকে নগরীর সিটি গেইট পার হওয়ার সময় মহাসড়কে ট্রাকটির গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালিয়েছিল কয়েক যুবক। তখন ট্রাকচালক দ্রুত ট্রাক চালিয়ে কারখানায় নিয়ে যায়। এরপর ট্রাকে হাশেমের লাশ দেখতে পায়।

ওসি বলেন, “হাশেমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে। হত্যাকাণ্ডটি নগরীর আকবর শাহ থানা এলাকায় ঘটেছে। সেখানে এ ঘটনায় মামলা হবে।”

আকবর শাহ থানার ওসি জহির হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

“ডাকতি করতে গিয়ে হত্যাকাণ্ড, নাকি অন্য কিছু, সেটা আমরা তদন্ত করছি,” বলেন ওসি।