ভাসানচর পালানো ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার

নোয়াখালীর ভাসানচর থেকে সমুদ্রপথে পালানোর সময় নৌকা উল্টে নিখোঁজ ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2021, 02:40 PM
Updated : 17 August 2021, 02:40 PM

মঙ্গলবার বিকাল পর্যন্ত কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা মিলে গভীর সমুদ্র ও সন্দ্বীপ উপকূল থেকে এসব রোহিঙ্গার লাশ উদ্ধার করেন বলে জানানো হয়।

শুক্রবার গভীর রাতে ইঞ্জিনচালিত নৌকায় করে ভাসানচর থেকে রোহিঙ্গারা পালানোর সময় গভীর সমুদ্রে সেটি ডুবে যায়। এরপর থেকে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালায়।

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পর্যন্ত মোট ১১ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই দিন আগে নৌবাহিনী গভীর সমুদ্র থেকে একজনের লাশ উদ্ধার করে।

তিনি জানান, কোস্টগার্ড সোমবার থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত সমুদ্র ও সন্দ্বীপ উপকূল থেকে আটজনের লাশ উদ্ধার করে। এছাড়া সন্দ্বীপ থানা পুলিশও উপকূল থেকে দু্ই জনের লাশ উদ্ধার করেছে।

উদ্ধারকৃতদের মধ্যে দুই জন মহিলা, পাঁচজন শিশু রয়েছেন।

সন্দ্বীপ থানার ওসি বশির আহমদ খান জানান, তাদের ঊপকূলে লাশ ভেসে থাকতে দেখে উদ্ধার করে কোস্টগার্ডকে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা শাহ আলম বলেন, উদ্ধার করা লাশ ভাসান চরে রোহিঙ্গা ক্যাম্প কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে।

বিভিন্ন সময়ে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা দালালের মাধ্যমে নৌকায় করে সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রামে আসার চেষ্টা করে।

বেশ কয়েকদফায় ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা সদস্যদের চট্টগ্রামে আটক করেছে পুলিশ।