করোনাভাইরাসের টিকা নিলেন বাবুনগরী

করোনাভাইরাসের টিকা নিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির জুনাইদ বাবুনগরী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2021, 12:55 PM
Updated : 8 August 2021, 12:55 PM

রোববার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নেন তিনি।

হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইমতিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুনাইদ বাবুনগরী দুপুর একটা থেকে দেড়টার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা নিয়েছেন। টিকা গ্রহীতাদের ভিড় থাকায় নিজের গাড়িতে বসেই টিকা নেন তিনি।”

বাবুনগরীকে চীনের সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে জানিয়ে ডা. ইমতিয়াজ বলেন, “এক মাস পরে উনার দ্বিতীয় ডোজের টিকা প্রদানের তারিখ রাখা হয়েছে।”

করোনাভাইরাসের টিকা নিয়ে কোনো কোনো মাওলানার বিভ্রান্তিকর খবর ছড়ানোর মধ্যে

৬৭ বছর বয়সী বাবুনগরী টিকা নিলেন।

দারুল উলুম মঈনুল ইসলামের (হাটহাজারীর বড়মাদ্রাসা) নিয়ন্ত্রণকর্তা বাবুনগরীও এক বার বলেছিলেন, “মাদ্রাসায় কোরআন পাঠ করা হয়, সেখানে করোনা আসবে না।”

গত মার্চে হেফাজতের সংঘাতময় বিক্ষোভ-হরতালের পর করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে হাটহাজারী মাদ্রাসা বন্ধ করতে বলা হয়েছিল। তখন তিনি ওই মন্তব্য করেছিলেন।