চট্টগ্রামে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

কক্সবাজার থেকে ৪৬ হাজার ইয়াবার একটি চালান নিয়ে চট্টগ্রামে প্রবেশের সময় এক পিকআপ চালক ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2021, 12:18 PM
Updated : 5 August 2021, 12:18 PM

বৃহস্পতিবার নগরীর শাহ আমানত সেতুর বাকলিয়া অংশ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- পিকআপ চালক আবু ছিদ্দিক (২৯) ও তার সহকারী মো. বেলাল উদ্দিন (২০)। তাদের বাড়ি কক্সাবাজারের টেকনাফ ও উখিয়ায় উপজেলায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান চট্টগ্রামে আসার খবরে ভোরে বাকলিয়া এলাকায় শাহ আমানত সেতু সংযোগ সড়কে চেকপোস্ট বসায় র‌্যাব।

“এসময় ব্রিজ পার হয়ে আসা প্লাস্টিকের বাক্স বোঝাই একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামার সংকেত দেওয়া হয়। এসময় পিকআপটি চেকপোস্টের সামনে থামিয়ে চালক ও হেলপার পালানোর চেষ্টা করে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চালক ও হেলপারকে আটকের পর জিজ্ঞাসাবাদে তারা পিকআপের পেছনে বাক্সের ভেতর রাখা একটি ব্যাগ দেখিয়ে দেয়। সেখানেই ৪৬ হাজার ৭৪০টি ইয়াবা পাওয়া যায়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা করে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।