সাগরে দুর্ভোগে পড়া ১৭ জেলেকে উদ্ধার

ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা একটি নৌকা থেকে জরুরি সেবার নম্বর ৯৯৯ এ ফোন আসার পর ১৭ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2021, 03:06 PM
Updated : 4 August 2021, 03:06 PM

মঙ্গলবার মধ্যরাতে কুতুবদিয়ার অদূরে ভাসমান ‘তামান্না মুন্সী-৪’ নামের ফিশিং বোটটি থেকে জেলেদের উদ্ধার করা হয় বলে নৌবাহিনী জানিয়েছে।

গত ১ অগাস্ট ১৭ জন জেলেসহ সগরে গিয়েছিল মাছ ধরার নৌকাটি।

বুধবার নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে গেলে তিন দিন ভাসমান অবস্থায় সমুদ্রে অবস্থান করে। পরবর্তীতে বোটের মাস্টার ৯৯৯ এ ফোন করেন।

ঘটনাটি নৌবাহিনীকে জানানো হলে সমুদ্রে টহলে থাকা নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ কুতুবদিয়া থেকে পাঁচ মাইল দূরে গিয়ে নৌকাসহ জেলেদের উদ্ধার করে।

নৌবাহিনীর সদস্যরা উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুধবার সকালে উদ্ধার হওয়া জেলেদের নৌকার মালিকের কাছে হস্তান্তর করা হয়।