কোভিড: চট্টগ্রাম জেলায় আরও ১১ জনের মৃত্যু, ৯২৭ রোগী শনাক্ত

চট্টগ্রাম জেলায় এক দিনে আরও ৯২৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ১১ জনের।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 08:46 AM
Updated : 1 August 2021, 08:46 AM

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় তিন হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৯২৭ জনের কোভিড ‘পজিটিভ’ আসে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ।

নতুন রোগীদের মধ্যে ৫৩২ জন চট্টগ্রাম মহানগরী এলাকার এবং ৩৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলায় আক্রান্তদের মধ্যে ১০৩ জনই হাটহাজারী উপজেলার। এছাড়া রাউজানের ৬৪ জন, পটিয়ার ৪৯ এবং চন্দনাইশ উপজেলার ৪৫ জন রয়েছেন।   

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ছয়জন মহানগরীর এবং পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।

এর আগের দিন শনিবারে চট্টগ্রামে ২১৩৪টি নমুনা পারীক্ষা করে ৭৪২ জনের মধ্যে সংক্রমণ পাওয়া যায়।

মহামারীর শুরু থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ৮২ হাজার ৮৮৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে মারা গেছেন ৯৭৩ জন।