কোভিড: চট্টগ্রামে নমুনা পরীক্ষার সঙ্গে রোগী শনাক্তও কমেছে

চট্টগ্রামে নমুনা পরীক্ষা কমার সঙ্গে কোভিড-১৯ রোগী শনাক্তও কমেছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2021, 06:33 AM
Updated : 31 July 2021, 06:33 AM

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে ৭৪২ জনের মধ্যে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ।

ফাইল ছবি

এই সময়ে চট্টগ্রামের ছয়টি ল্যাবে মোট ২১৩৪টি নমুনা পরীক্ষা হয় বলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার পাঠানো প্রতিবেদনে জানানো হয়।

এর আগের কয়েকদিন চট্টগ্রামে নমুনা পরীক্ষা ৩ হাজারের উপরে ছিল। বিপরীতে দৈনিক শনাক্তও হচ্ছিল ১ হাজারের মতো রোগী।

এর আগের দিন ৩ হাজার ৯২৩টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ মিলেছিল রেকর্ড ১ হাজার ৪৬৬ জনের মধ্যে। তার আগেরদিন ৩ হাজার ৫১৫ নমুনা পরীক্ষা করে সংক্রমণ পাওয়া যায় ১ হাজার ৩১৫ জনের মধ্যে।  

চট্টগ্রাম জেলার নমুনাগুলো ১২টি ল্যাবে পরীক্ষা করা হলেও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে হয়েছে মাত্র ছয়টি ল্যাবে।

গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত চারজন মারা গেছেন বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় যাদের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, তাদের মধ্যে ৬৪৯ জন মহানগরীর এবং বাকি ৯৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৮১ হাজার ৯৪৯ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৯৬২ জন।