চবির সাবেক অধ্যাপক ইমরান হোসেনের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের সুপারনিউমেরারি অধ্যাপক ড. ইমরান হোসেন মারা গেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2021, 04:37 PM
Updated : 24 July 2021, 04:37 PM

শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল-মাসুম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অধ্যাপক ড. ইমরান (৭০) বেশ কিছুদিন ধরে ডায়াবেটিক, কিডনিজনিত সমস্যাসহ বেশকিছু রোগে ভুগছিলেন।

“সন্ধায় স্যার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী ও দুই ছেলেমেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।”

অধ্যাপক ইমরান ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগ দেন। ২০১৮ সালে তিনি ইতিহাস বিভাগ থেকে অবসর গ্রহণ করেন।

এরপর তিনি এই বিভাগে সুপারনিউমেরারি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

ড. ইমরানের উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ‘বাঙালি মুসলিম বুদ্ধিজীবী: চিন্তা কর্ম’, অধ্যাপক ড. সুনীল কান্তি দে এর সঙ্গে যৌথভাবে ‘ছোলতান পত্রিকায় বাংলার সমাজ সংস্কৃতি ও রাজনীতি’।

তিনি বাংলার ব্রিটিশ শাসনামলের সমাজ, রাজনীতি ও সংস্কৃতি নিয়েও গবেষণা প্রবন্ধ রচনা করেন।

অধ্যাপক ইমরান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, সিনেট সদস্য ও চবি জাদুঘরের কিউরেটর ছিলেন।

তার মৃত্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শোক প্রকাশ করেছে।