কোভিড পরবর্তী জটিলতায় অধ্যাপক ভূঁইয়া ইকবালের মৃত্যু

কোভিড-১৯ পরবর্তী জটিলতায় মারা গেলেন গবেষক, প্রাবন্ধিক অধ্যাপক ভূঁইয়া ইকবাল।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2021, 06:54 AM
Updated : 22 July 2021, 06:54 AM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপকের বয়স হয়েছিল ৭৩ বছর।

বুধবার ভোরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আযম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভূঁইয়া ইকবাল স্যার মাসখানেক পূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হন। পরবর্তীতে উনার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছিল। এরপরও করোনা সংক্রান্ত জটিলতার কারণে ইউনাইটেড হাসপাতালে উনার চিকিৎসা চলছিল।”

অধ্যাপক ভূঁইয়া ইকবাল ১৯৪৬ সালের ২২ নভেম্বর ভোলায় জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি নেওয়ার পর ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি। পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন।

অধ্যাপনার পাশাপাশি তিনি গবেষণা ও বিভিন্ন বই সম্পাদনা করেন। তার অন্যতম গ্রন্থ ‘বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা’, ‘রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’, ‘পূর্ববঙ্গে রবীন্দ্র-বক্তৃতা’, ‘মানিক বন্দ্যোপাধ্যায়’, ‘শামসুর রাহমান: নির্জনতা থেকে জনারণ্যে’, ‘আনিসুজ্জামান: সমাজ ও সংস্কৃতি’।

চট্টগ্রাম থেকে প্রকাশিত ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক সাময়িকী ‘ইতিহাসের খসড়া’র অন্যতম উপদেষ্টা ছিলেন তিনি।

অধ্যাপক ভূঁইয়া ইকবাল প্রবন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

তিনি দুই ছেলের জনক।