সিআরবিতে হাসপাতাল না করতে আন্দোলন অব্যাহত

বন্দর নগরীর সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত দ্রুত বাতিল না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 03:46 PM
Updated : 20 July 2021, 03:46 PM

গত কয়েকদিনের মতো ঈদের আগের দিন মঙ্গলবারও সিআরবি সাত রাস্তা মোড়ে বিভিন্ন সংগঠন প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, “চট্টগ্রাম নগরীর ৮০ লক্ষ মানুষের প্রাণকেন্দ্র সিআরবি। নগরবাসীর দাবি সিআরবিকে রক্ষা করতে হবে।

“ইতিমধ্যে দলের নেতৃবৃন্দকে আমরা অবহিত করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আজ চট্টগ্রামের মানুষ জেগে উঠেছে। সংস্কৃতিকর্মীরা প্রতিবাদে সামিল হয়েছেন। আমি বিশ্বাস করি, হাসপাতাল নির্মাণের এ চুক্তি অবিলম্বে বাতিল হবে। সিআরবি তার স্বরূপে বহাল থাকবে।”

সভাপতির বক্তব্যে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক শিক্ষক-প্রাবন্ধিক মাহববুবুর রহমান চৌধুরী বলেন, “এ সিআরবির পরিবেশ ধ্বংস করে এখানে হাসপাতালের কোনো প্রয়োজন নেই। চট্টগ্রামের এমনকি সারাদেশের মানুষও এখানে হাসপাতাল চায় না। অবিলম্বে সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করুন।”

‘চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি ধ্বংসের পাঁয়তারা বন্ধ কর’ স্লোগান নিয়ে আয়োজিত কর্মসূচিতে উদীচীর জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক অসীম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সৃজামি সাংস্কৃতিক গোষ্ঠীর দল প্রধান সুজিত চক্রবর্তী, সীতাকুণ্ড উদীচীর সহ-সভাপতি আবুল কাশেম, বোয়ালখালী উদীচীর সাধারণ সম্পাদক মৃত্যঞ্জয় দাশ, প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল, পরিবেশবাদী সংগঠন ইকো ফ্রেন্ডস সভাপতি উত্তম আচার্য্য, শিক্ষক টিঙ্কু ভৌমিক, সংস্কৃতি কর্মী জয়শ্রী মজুমদার লাকি, রাজনীতিবিদ মাহফুজুর রহমান মেরু, বোধন আবৃত্তি পরিষদের বিপ্লব শীল।

সমাবেশে সংহতি জানান সাংবাদিক ও শিল্পী আলোকময় তলাপত্র, নাট্যজন দুলাল দাশগুপ্ত, মোরশেদুল আলম চৌধুরী, সঙ্গীত শিল্পী অরুণ দত্ত, বন বিহারী চক্রবর্তী।

কর্মসূচিতে সঙ্গীত পরিবেশন করেন সীমা দাশ, সুজিত চক্রবর্তী ও উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের শিল্পীবৃন্দ। প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পীরা।

সাত রাস্তার মোড়ে নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত প্রতিবাদী কর্মমসূচিতেও অংশ নেন আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান।

তিনি সেখানে বলেন, “নাগরিক সমাজকে নিয়ে আমাদের চলমান প্রতিবাদ অব্যাহত থাকবে। সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল না হলে চট্টগ্রামবাসীকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।”

সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের অধ্যাপক শিল্পী ঢালি আল মামুন, বীর মুক্তিযোদ্ধা সুরজিৎ সেন গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা শাহ্ আলম নিপু, শিল্পী দিলারা বেগম জলি, বিএফইউজে সাবেক যুগ্ম মহাসচিব আফিস সিরাজ, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক শরিফ চৌহান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চট্টগ্রাম শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সম্মিলিত আবৃত্তি জোটে সভাপতি অঞ্চল চৌধুরী, ন্যাপের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিঠুল দাশ গুপ্ত, আওয়ামী লীগ নেতা হাসান মনসুর, নাগরিক সমাজের প্রণব চৌধুরী, সাংবাদিক মুহাম্মদ মহরম হোসান, শ্রমিক লীগ নেতা তোফাজ্জল হোসেন জিকু।

নাগরিক সমাজ চট্টগ্রাম সম্বনয়কারী বিএফইউজে যুগ্ম সম্পাদক কাজী মহসিনের সভাপতিত্বে এবং দিলরুবা খানমের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক সমাজ চট্টগ্রাম পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক ঋত্বিক নয়ন, অ্যাডভোকেট মোস্তফা মোহাম্মদ ইমরান, সাংস্কৃতিক সংগঠক রুবেল দাশ প্রিন্স, সাংবাদিক আমিনুল ইসলাম মুন্না, পার্থ প্রতিম বিশ্বাস, হুমায়ন মাসুদ, রাহুল দত্ত, মিনহাজুল ইসলাম, সব্যসাচী টিটু, হাসিনা আক্তার টুনু।