চট্টগ্রামে ঈদুল আজহার প্রথম জামাত সাড়ে ৭টায়

বন্দর নগরী চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত বুধবার সকাল সাড়ে ৭টায় জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2021, 02:56 PM
Updated : 20 July 2021, 03:32 PM

এখানে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) তত্ত্বাবধানে ওয়ার্ডগুলোর ঈদের জামাতও মসজিদে হবে।

সিসিসির জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করোনাভাইরাস মহামারী পরিস্থিতির কারণে ঈদুল আজহার জামাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মসজিদ কমিটিকে অনুরোধ করা হয়েছে।

জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদে ঈদের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন মসজিদটির খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। পরে সকাল সাড়ে আটটায় দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের পেশ ইমাম মাওলানা নূর মুহাম্মদ সিদ্দিকী।

এছাড়াও সকাল সাড়ে ৭টায় সিসিসির লালদীঘি শাহী জামে মসজিদে, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হযরত শেখ ফরিদ চশমা মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ ও সিসিসি মা আয়েশা সিদ্দিকা জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

৪১টি ওয়ার্ডে সিসিসির কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

সিটি করপোরেশন থেকে মসজিদ কমিটিগুলোকে কিছু স্বাস্থ্য বিধি মেনে জামাতের আয়োজন করতে বলা হয়েছে।

এর মধ্যে আছে- নামাজের আগে জীবাণুনাশক ছিটানো, মুসল্লিদের নিজ নিজ জায়নামাজ নিয়ে আসা ও বাসা থেকে ওজু করে আসার জন্য উদ্বুদ্ধ করা ।

সব মুসল্লিদের মাস্ক পরিধান নিশ্চিত করতেও বলা হয়েছে।