চবি জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইনের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জাদুঘরের সাবেক কিউরেটর প্রত্নতত্ত্ববিদ ড. শামসুল হোসাইন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2021, 03:01 PM
Updated : 19 July 2021, 03:01 PM

সোমবার সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানান তার ঘনিষ্টজন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ড. শামসুল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর মধ্যে সম্প্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

৭৬ বছর এই প্রত্নতত্ত্ববিদ স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার বিকালে নামাজে জানাজা শেষে নগরীর হালিশহর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ষাটের দশকের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন শামসুল হোসাইন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর উনার হাতেই গড়া।

শামসুল হোসাইন প্রত্নতত্ত্ব গবেষক ছিলেন। চট্টগ্রামের বিভিন্ন পুরাকীর্তি নিয়ে তার গবেষণা রয়েছে। প্রত্নতত্ত্ব নিয়ে তার কয়েকটি বই প্রকাশিত হয়েছে।

চট্টগ্রাম থেকে প্রকাশিত ‘ইতিহাসের খসড়া‘ নামে একটি সাময়িকীর উপদেষ্টা ছিলেন তিনি।