চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৭৬৫ কোভিড রোগী শনাক্ত

চট্টগ্রামে গত এক দিনে ৭৬৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, আর এসময়ে মারা গেছে ছয়জন কোভিড-১৯ রোগী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2021, 02:24 PM
Updated : 19 July 2021, 02:24 PM

সোমবারে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এই তথ্য জানিয়েছে।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় ২৪৩৮টি নমুনা পরীক্ষা করে ৭৬৫ জনের মধ্যে সংক্রমণ মিলেছে। আক্রান্তদের মধ্যে ৫৬৮ জন মহানগরী এবং ১৯৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

নমুনা পরীক্ষা বিবেচনায় এদিন রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৩৭ শতাংশ।

মৃত ছয়জনের মধ্যে চারজন মহানগরীর এবং দুজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

রোববার চট্টগ্রামে ২ হাজার ৮৬২ জনের নমুনা পরীক্ষা করে ৯৪৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল। মারা গিয়েছিল ১১জন।

সোমবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৬৭ জন। মারা গেছে ৮৪১ জন।