সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলে প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে চট্টগ্রামবাসী

সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে চট্টগ্রামবাসী তাকিয়ে আছে বলে বক্তব্য এসেছে এক কর্মসূচি থেকে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2021, 03:50 PM
Updated : 17 July 2021, 03:51 PM

শনিবার বিকেলে বন্দরনগরীর সিআরবির সাত রাস্তার মোড়ে ‘নাগরিক সমাজ চট্টগ্রাম’ প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করে।

এসময় প্রকল্প বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়।

শনিবারের কর্মসূচিতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, “বিষয়টি আমরা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছি। তিনি প্রধানমন্ত্রীর সাথেও কথা বলেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীও কথা বলেছেন।

“তাদের উনি (প্রধানমন্ত্রী) জানিয়েছেন চট্টগ্রামের মানুষ না চাইলে সিআরবিতে নতুন হাসপাতাল হবে না। আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি। উনার ঘোষণার অপেক্ষায় আছি।”

অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, “হেরিটেজ জোনে কর্মাশিয়াল কিছু করার সুযোগ আইনে নেই। এটা নগরীর একটা নান্দনিক স্থান, যেখানে সবাই সম্মিলিত হতে আসে।

“মাননীয় প্রধানমন্ত্রীকে হয়ত শুরুতে অনেক কিছু জানানো হয়নি। এখন আশা করি তিনি সবার আহ্বানে সাড়া দেবেন। আমরা জানি পরিবেশের ক্ষতি হয় এমন কিছু তিনি করবেন না।”

কর্মসূচিতে আরও বক্তব্য দেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবি, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, জাসদ চট্টগ্রাম মহানগর সভাপতি জসিম উদ্দিন চৌধুরী বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংস্কৃতিক সংগঠক শীলা দাশগুপ্তা, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক শাহ আলম, শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা খায়রুল আলম কক্সি, বেসরকারি সংস্থা পার্কের নির্বাহী প্রধান নজরুল ইসলাম মান্না প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে সঙ্গীত পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা।

আরও পড়ুন