চট্টগ্রামে গরুর ট্রাকের চালককে গুলি করে হত্যা

চট্টগ্রামে কোরবানির পশু বহনের এক ট্রাকের চালককে গুলি করে হত্যা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2021, 06:44 AM
Updated : 16 July 2021, 06:44 AM

শুক্রবার ভোরে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের সীতাকুণ্ড অংশে এ হত্যাকাণ্ড ঘটে বলে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে গরুর ট্রাকটি ডাকাতির চেষ্টা করে না পেরে চালককে খুন করা হয়েছে।”

নিহত ট্রাক চালকের নাম আব্দুর রহমান, বয়স ৩৫ বছর। ট্রাকে গরু নিয়ে হাটের দিকে যাওয়ার সময় পথ আটকে সামনে থেকে তাকে গুলি করা হয়। বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে পুলিশ সুপার জানান।

তিনি বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাগুরা থেকে চট্টগ্রামের বিবিরহাটে ১২টি গরু নিয়ে আসছিলেন এক ব্যাপারী। চাঁদপুর-নোয়াখালী হয়ে চট্টগ্রামে আসার পথে ট্রাকে গাদাগাদি করে রাখায় একটি গরু অসুস্থ হয়ে যায়।

সেজন্য নোয়াখালী থেকে আরেকটি ট্রাক ভাড়া করেন তিনি। সেই ট্রাকেরই চালক ছিলেন আব্দুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, “ট্রাকটি বায়েজিদ লিংক রোডে প্রবেশের পর চার নম্বর ব্রিজের কাছে একটি পিকআপ এসে পথ আটকে দেয়।  চালক ট্রাক চালিয়ে নেওয়ার চেষ্টা করলে সামনে থেকে তাকে গুলি করা হয়।”