বাইক চোর চক্রের ৩ জন রাউজান ও পাঁচলাইশে গ্রেপ্তার

চট্টগ্রামে চোরাই মোটর সাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 03:10 PM
Updated : 14 July 2021, 03:10 PM

বুধবার রাউজান উপজেলা ও নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মোটর সাইকেলগুলো উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- রবিউল হাসান ওরফে রাকিব (৩০), আবুল কালাম আজাদ ওরফে অভি (২০) ও এজাহারুল ইসলাম ওরফে জুয়েল (২৫)।

খুলশী থানার লালখান বাজার হাইলেভেল রোড এলাকা থেকে একটি মোটর সাইকেল চুরির মামলার তদন্ত করতে গিয়ে এ চোর চক্রের সন্ধান মেলে বলে জানান খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন।

বখতেয়ার উদ্দিন নামে এক ব্যক্তি গত ৮ জুলাই তার বাসা থেকে মোটর সাইকেল চুরির অভিযোগে খুলশী থানায় একটি মামলা করেন।

পুলিশ কর্মকর্তা আফতাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার তদন্তে নেমে মঙ্গলবার গভীর রাতে নগরীর ওয়াসার মোড় থেকে জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সে মোটর সাইকেল চুরির বিষয়টি স্বীকার করে।”

জুয়েলের স্বীকারোক্তিতে রাউজান ফরেস্ট গেইট এলাকা থেকে রাকিব ও অভিকে আটক করে দুটি পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়। এগুলোর একটি নগরীর হাইলেভেল রোড এলাকা থেকে চুরি হয়েছিল।

হাইলেভেল রোড থেকে চুরি করা মোটর সাইকেলটির নম্বর প্লেইট পরিবর্তন করে ও ‘টেম্পারিং’ করে ইঞ্জিন ও চেসিস নম্বর পাল্টে ফেলা হয়েছিল।

পরে পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় অভিযান চালিয়ে রাকিবের বাসা থেকে আরও একটি পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়।

পরিদর্শক আফতাব বলেন, জুয়েল ব্যক্তিগত গাড়ির চালক। যার মোটর সাইকেল চুরি হয়েছিল, সেই বখতেয়ারের বাড়ির একজনের গাড়ি চালাতেন তিনি।

“কিছুদিন আগে রাকিব মোটর সাইকেলটি চুরির জন্য জুয়েলের সাথে চুক্তি করে। সে মোতাবেক জুয়েল ভবনের পার্কিং এলাকা থেকে মোটর সাইকেলটি চালিয়ে নিয়ে রাকিবকে দিয়ে পাঁচ হাজার টাকা নেয়।”

রাকিবের বিরুদ্ধে রাঙামাটি সদর থানায় মোটর সাইকেল চুরিসহ সাতটি মামলা আছে বলে জানান পরিদর্শক আফতাব।