কোভিড: চট্টগ্রামে দৈনিক শনাক্ত রোগী প্রথমবার হাজার ছাড়াল

চট্টগ্রামে একদিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা প্রথমবারের মত হাজার ছাড়িয়ে গেছে; মৃত্যু হয়েছে আরও দশ জনের।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2021, 03:33 AM
Updated : 14 July 2021, 03:33 AM

জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১২টি পরীক্ষাগারে চট্টগ্রামের ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার প্রায় ৩৫ শতাংশ। নতুন রোগীদের মধ্যে ৬৫২ জন মহানগরীর এবং ৩৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।  

তাদের মধ্যে ৭৫ জনই হাটহাজারী উপজেলায় থাকেন। এছাড়া সীতাকুণ্ডে ৪৫ এবং আনোয়ারা উপজেলায় ৩৪ জনের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে।

গত এক দিনে এ জেলায় যারা মারা গেছেন, তাদের ৪ জন চট্টগ্রাম মহানগরীর এবং ৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।

চট্টগ্রাম জেলায় গত কয়েকদিন ধরেই শনাক্ত রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। মঙ্গলবার ২ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৫৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর আগে। তার আগের দিন সোমবার ২ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৮২১ জনের পজিটিভ আসে।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ৬৭ হাজার ৭৮৭ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৮০০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।