চট্টগ্রামে লকডাউন মানাতে গিয়ে ‘হামলার শিকার’ পুলিশ

চট্টগ্রাম নগরীতে করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেওয়া ‘কঠোর লকডাউনের’ বিধিনিষেধ মানাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2021, 10:23 AM
Updated : 12 July 2021, 12:41 PM

চান্দগাঁওয়ের জানালিহাট রেল স্টেশনের কাছে রোববার ওই ঘটনার পর রাতভর অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানালি হাট রেলস্টেশেনের কাছে স্থানীয় তরুণদের দুইপক্ষ অবস্থান নিয়েছে সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে গিয়ে করোনাভাইরাসের বিধিনিষেধ মানতে বলে এবং সেখান থেকে সরে যেতে বলে।

“এই ঘটনায় ক্ষিপ্ত স্থানীয় যুবক রবিউল আলমের নেতৃত্বে পুলিশের ওপর হামলা করা হয়। ইটপাটকেল নিক্ষেপ করা হলে এসআই জাফর আহত হন। বিক্ষুব্ধরা একটি সিএনজিচালিত অটো রিকশাও ভাঙচুর করেন।”

পুলিশ কর্মকর্তা রাজেশ জানান, হামলার পর পুলিশ রাতভর ওই এলাকায় অভিযান চালিয়ে রবিউলসহ ১৫ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অপর ১৪ জন হলেন, মোহাম্দ সুমন (২৭), মো. মুছা (৫১), মো. ইয়াছিন (১৯), আবদুল খালেক (৩৮), সৈয়দ আকবর (৪২), মো. খোকন (৪২), মো. ফারুক (৩৩), ভুট্টো (৩৭), মো. ফারুক (৪১), মো. রায়হান (২০), মো. বাদশা, বশির (৫৩), ইমন (১৯) ও লিমন (২০)।

এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।