কোভিড: তিন দিনের ব্যবধানে চট্টগ্রাম জেলায় শনাক্তের রেকর্ড

চট্টগ্রামে আরও ৮২১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় তিন দিনের ব্যবধানে কোভিড রোগী শনাক্তের রেকর্ড হয়েছে, এক দিনে মৃত্যু হয়েছে আরও ৯ জনের।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 July 2021, 08:30 AM
Updated : 12 July 2021, 08:30 AM

জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১টি পরীক্ষাগারে ২১৭৪টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এই তথ্য পাওয়া গেছে।

নতুন রোগীদের মধ্যে ৫২৭ জন মহানগরী এলাকার এবং ২৯৪ জন উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষা বিবেচনায় এদিন শনাক্তের হার ৩৭ দশমিক ৭৬ শতাংশ।  

এর আগে গত শুক্রবার একদিনে রেকর্ড ৭৮৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পরেছিল, মারা গিয়েছিলেন ১০ জন।

গত ২৪ ঘন্টায় শনাক্ত রোগীদের মধ্যে হাটহাজারি উপজেলায় ৫৭ জন, মিরসরাই ৩৮ ও রাউজানে ৩৫ জন রয়েছেন। আর মৃত ৯ জনেরর মধ্যে মহানগরী এলাকার তিনজন এবং উপজেলা পর্যায়ের ছয় জন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৫ হাজার ৮২৯ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৭৮০ জনের মৃত্যু হয়েছে।