বাকলিয়ায় হামলার পর অভিযানে র‌্যাব

চোরাই কাঠ উদ্ধারে গিয়ে হামলার মুখে পড়ে চট্টগ্রামের বাকলিয়ার বলির হাটে অভিযানে নেমেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2021, 03:37 PM
Updated : 11 July 2021, 03:37 PM

ফাইল ছবি

রোববার বলির হাটে র‌্যাবের একটি গাড়ি ভাংচুর করা হয় এবং এতে চার র‌্যাব সদস্য আহতও হন।

এরপরই ‘অতিরিক্ত ফোর্স‌’ গিয়ে বলিরহাটে অভিযান পরিচালনা করছে জানিয়ে র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বলেন, “অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।”

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বলিরহাটে বিপুল পরিমাণ অবৈধ কাঠ মজুদ আছে বলে তথ্য ছিল তাদের কাছে। বনবিভাগের কর্মকর্তাদের মাধ্যমে তার সত্যতা নিশ্চিত করে সেখানে অভিযানে যায় র‌্যাবের একটি দল।

“এসময় কিছু লোক র‌্যাব সদস্যদের বাধা দেয় এবং এর ফাঁকে দুজন গিয়ে মসজিদের মাইকে ‘ডাকাত’ এসেছে বলে ঘোষণা দেয়। লোকজন জড়ো হয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা করে।”

এতে চার র‌্যাব সদস্য আহত হন। এর মধ্যে একজনের মাথার আঘাত গুরুতর বলে জানান মশউর।