রোহিঙ্গা শিবির থেকে পালিয়ে পাহাড়ি বাগানে

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পালিয়ে চট্টগ্রাম এসে পাহড়ি বাগানে কাজ করা ৩১ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2021, 01:18 PM
Updated : 27 June 2021, 01:18 PM

বোয়ালখালী উপজেলার আমুচিয়া, করলডেঙ্গা, জ্যৈষ্ঠপুরার পাহাড়ি এলাকা থেকে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার কথা জানান বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক রোহিঙ্গারা বিভিন্ন সময়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চলে এসেছিল। এখানে এসে তারা করলডেঙ্গা পাহাড়ে লেবু বাগানসহ বিভিন্ন বাগানে শ্রমিকের কাজ নিয়েছিল।

ওসি বলেন, “এ রোহিঙ্গা লোকগুলো পাহাড়ে কাজ করে সেখানেই মাচা বানিয়ে রাত্রিযাপন করে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবগুলোই তারা এ পাহাড়ে করে থাকে।”

রোহিঙ্গা লোকজন পাহাড়ে এসে কাজ করছে এবং অবস্থান গড়ে তুলেছে- এ তথ্যের ভিত্তিতে করলডেঙ্গা পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান ওসি আব্দুল করিম।