চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ আলীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2021, 06:34 PM
Updated : 25 June 2021, 05:06 AM

বৃহস্পতিবার বিকেল ৬টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান।

ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮৭ বছর বয়সী মোহাম্মদ আলী বেশ কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সন্ধ্যায় জ্বর নিয়ে তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শুক্রবার জুমার নামাজের পর চান্দগাঁও বি-ব্লক জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে তিনি জানান।

অধ্যাপক মোহাম্মদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

একই সাথে তিনি কলা ও মানববিদ্যা অনুষদের প্রথম ডিন ছিলেন। তিনি ১৯৮৫-৮৮ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দ্বায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।