চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

চট্টগ্রামের হালিশহর ও ডবলমুরিং এলাকায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2021, 02:42 PM
Updated : 22 June 2021, 02:42 PM

মঙ্গলবার নগরীর হালিশহর থানাধীন নয়াবাজার বিশ্বরোড এলাকায় এক্সক্যাভেটর উল্টে চালকের মৃত্যু হয়। আর ডবলমুরিং থানাধীন হাজী পাড়া এলাকায় নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান এক শ্রমিক।

চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুরিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, হালিশহর নয়াবাজার এলকায় এক্সক্যাভেটর দিয়ে মাটি তোলার কাজ করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে গেলে এর চালক নজরুল ইসলাম গুরুতর আহত হন। তাকেহাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২৫ বছর বয়সী নজরুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।

এদিকে বিকালে ডবলমুরিং থানাধীন হাজীপাড়া আলামিন হোটেলের সামনে একটি ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন মো. পারভেজ নামে এক শ্রমিক।

এএসআই শীলব্রত জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।

২৪ বছর বয়সী পারভেজ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ এলাকার নকুল ইসলামের ছেলে।