চট্টগ্রামে প্রমার আয়োজনে যোগ দিবস পালন

চট্টগ্রামে কর্মশালা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 04:11 PM
Updated : 20 June 2021, 04:11 PM

রোববার বিকালে জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন প্রমা আবৃত্তি সংগঠনের মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে এবং ভারতীয় হাইকমিশন ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যাণার্জী বলেন, “যোগ ব্যায়ামের মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি হয়। ভারত দীর্ঘ কাল থেকে যোগ ব্যায়ামের চর্চা করে আসছে। এখন এটিকে ছড়িয়ে দিতে কাজ করছে।”

কর্মশালার উদ্বোধন করে কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, “শরীরের উপর মনে নিয়ন্ত্রণ চাই, যা যোগ ব্যায়াম করার মাধ্যমে অর্জন করা সম্ভব। তরুণ সমাজকে যোগ ব্যায়াম চর্চার মাধ্যমে নিজেদের পরিশীলিতভাবে গড়ে তুলতে পারবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমার সভাপতি রাশেদ হাসান। সংগঠনটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি কংকন দাশ। কর্মশালায় যোগ ব্যায়ামের প্রশিক্ষণ দেন দেবব্রত নাথ জুয়েল।