কোভিড-১৯: চট্টগ্রামে শনাক্তের হার বেড়ে ২১%

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ১৩৬ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2021, 01:52 PM
Updated : 20 June 2021, 01:52 PM

চট্টগ্রাম মহানগরী ও ১৪ উপজেলা মিলিয়ে ৬৪২টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যকরোগী শনাক্তের খবর রোববার জানিয়েছেন জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।

নমুনা পরীক্ষা বিবেচনায শনাক্তের হার ২১ দশমিক ১৮ শতাংশ। অর্থাৎ প্রতি১০০টি নমুনায় ২১টিতে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

আক্রান্তদের মধ্যে ৬৭ জন চট্টগ্রাম মহানগরে এবং বাকি ৬৯ জন ১৪ উপজেলার।

শনিবার ৯৮০ নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ১৫৭। নমুনা পরীক্ষাবিবেচনায় শনাক্তের হার ছিল ১৬ শতাংশের মতো।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নমুনা পরীক্ষারবিবেচনায় শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৩৮ শতাংশ। আর দেশে এ পর্যন্ত মোট শনাক্তের হার১৩ দশমিক ৪৬ শতাংশ।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামেআক্রান্ত কোভিড-১৯ রোগীদের মধ্যে মারা গেছেন একজন। শনিবার মারা যান দুইজন।

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত মোট ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার৯৮১ জন। আর মৃতের মোট সংখ্যা ৬৫৭ জন।